ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ত্রাতা ওবামা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৩
ত্রাতা ওবামা!

ঢাকা: সোমবার রোজ গার্ডেনে স্বাস্থ্যবীমা বিষয়ে জরুরি ভাষণ দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ সময় তার পেছনে অন্যদের মতোই দাঁড়িয়েছিলেন কারমেল অ্যালিসন নামে এক নারী।

কিন্তু তিনি ছিলেন অন্তঃসত্ত্বা।

ওবামার ভাষণ চলাকালে হঠাৎই অচেতন হয়ে লুটিয়ে পড়ছিলেন অ্যালিসন। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট হয়েও গুরুত্বপূর্ণ ভাষণ স্থগিত করে তাৎক্ষণিকভাবে অ্যালিসনকে ধরে ফেলেন ওবামা!

আকস্মিকভাবে ওবামার ভাষণ স্থগিত করার কারণ না জানতে পারলেও কিছুক্ষণ পরই উপস্থিত লোকজন বুঝতে পারেন, একজন অন্তঃসত্ত্বা নারীকে দুর্ঘটনা থেকে বাঁচাতেই ত্রাতা রূপে আবির্ভূত হন ওবামা।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা মনে করেন, প্রেসিডেন্ট ওবামার কারণেই কোনো ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান ওই অন্তঃসত্ত্বা নারী।

ঘটনার পর এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, অ্যালিসন ডায়াবেটিসে (১) আক্রান্ত। তাকে ধরতে গিয়েই তাৎক্ষণিকভাবে ভাষণ স্থগিত করতে হয়েছে প্রেসিডেন্টকে।

ঘটনার পর প্রেসিডেন্ট ওবামার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টুইটার বার্তায় অ্যালিসন নিশ্চিত করেন, বর্তমানে তিনি অন্তঃসত্ত্বা!

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৩
এইচএ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।