ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আগরতলায় আধাবেলা সড়ক অবরোধ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): গাড়ি ভাঙচুরের প্রতিবাদে সোমবার ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই-আগরতলা মহাসড়ক আধাবেলা অবরোধ করে রাখেন গাড়ি চালকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে খোয়াই-আগরতলা মহাসড়কের সিধাই থানার হেজামারাতে সড়ক দুর্ঘটনা ঘটে।

পরে উত্তেজিত জনতা দু’টি গাড়ি ভাঙচুর করে। সেই ঘটনার জের ধরে সোমবার সকালেও হেজামারাতে কয়েকটি গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা।

এসময় গাড়ি চালকদের মারধর করা হয় বলেও অভিযোগ করেন চালকরা। পরে গাড়িচালকদে একাংশ খোয়াইয়ের ধলাবিল চৌমুহনী এলাকায় সড়ক অবরোধ করেন।

এতে খোয়াই-আগরতলা সড়ক দীর্ঘক্ষণ বন্ধ থাকে। খবর পেয়ে সিনিয়র ম্যাজিস্ট্রেট এবং এসডিপিও ঘটনাস্থলে পরিদর্শন করেন। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন চালকরা।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৩
টিএকে/এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।