ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন রাষ্ট্রদূতকে তলব ফ্রান্সের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৩
গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন রাষ্ট্রদূতকে তলব ফ্রান্সের

ঢাকা: ‘গুপ্তচরবৃত্তি’ চালানোর অভিযোগে নিজ দেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা গোপনে ফরাসি নাগরিকদের তথ্য সংগ্রহ করেছে- ফরাসি পত্রিকা  লে মঁদের এমন খবরের পরেই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।



তিনি বলেন, অভিযোগ নিয়ে ‘তাৎক্ষণিক’ আলোচনা করার জন্য তিনি মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছেন।

এর আগে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভ্যালস ‘গুপ্তচরবৃত্তি’  চালানোর ঘটনাকে ‘দুঃখজনক’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, মিত্র দেশ যদি ফ্রান্সের ওপর গুপ্তচরবৃত্তি চালায়, তাহলে এটি পুরোপুরি অগ্রহণযোগ্য। ’

লে মঁদ বলেছে, যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা বিশ্লেষক এডওয়ার্ড স্নোডেনের তথ্য মতে, যুক্তরাষ্ট্রের এনএসএ ফ্রান্সের ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও সন্ত্রাসীদের ওপর নজরদারি করেছে।

পত্রিকাটি বলেছে, জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) গত বছরের ১০ ডিসেম্বর থেকে ২০১৩ সালের ৮ জানুয়ারির মধ্যে ৩০ দিনে ফ্রান্সের ৭ কোটি ৩ লাখ মানুষের ফোন কলে আড়িপাতে।

মার্কিন গোয়েন্দা সংস্থা লাখো লাখো বার্তা চুরি করে। তবে ওইসব ফোনালাপ বা বার্তা সংরক্ষণ করা আছে কিনা বা কে কার সঙ্গে কথা বলেছে তার বিবরণ আছে কিনা তা স্পষ্ট নয়।

ইউএস-৯৮৫ডি নামের মার্কিন ওই অভিযান এখনও চালু রয়েছি কিনা তা পরিষ্কার করে বলতে পারেনি লে মঁদ।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৩
এসএফআই/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।