ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবান নয়, ভূতে ভয় মালালার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৩
তালেবান নয়, ভূতে ভয় মালালার

ঢাকা: পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই বলেছেন, তিনি তালেবানের হুমকিকে ভয় করেন না, তিনি ভূতের ভয়ে থাকেন।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

১৬ বছর বয়সী এ আন্দোলনকর্মী বলেন, তিনি নিজেকে শুধু একজন টিনেজ মেয়ে মনে করেন।

তালেবানের বিরুদ্ধে কথা বলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কাছ থেকে ফিরে আসা মালালা বিশ্বনেতা ও বিশ্ববাসীর আইকনে পরিণত হন।

প্রথমবারের মতো ভারতীয় কোনো সংবাদ মাধ্যমকে দেওয়া ওই সাক্ষাৎকারে মালালা আরও বলেন, তার জগতের পরিবর্তন হয়েছে কিন্তু তার ঘটেনি।

গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্রের বার্মিংহামের হাসপাতালে প্রথমবারের মতো হাঁটার সময় তিনি শুধু চিন্তা করেছিলেন কিভাবে সে বা তার পরিবার চিকিৎসা ব্যয় পরিশোধ করবেন।

আবার যদি তালেবান আপনার জীবন নাশের হুমকি দেয়-এমন প্রশ্নে তিনি বলেন, তিনি তালেবানের নতুন হুমকিতে শঙ্কিত নন, তিনি ভূতে শঙ্কিত।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৩
এসএফআই/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।