ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

রাশিয়ায় বাসে বোমায় ৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, অক্টোবর ২১, ২০১৩
রাশিয়ায় বাসে বোমায় ৬ জনের প্রাণহানি

ঢাকা: রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬ জন প্রাণ হারিয়েছেন। সোমবার এ বিস্ফোরণে আহত হয়েছেন আরও ২৭ জন।



রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় নগরী ভলগোগ্রাদের একজন নিরাপত্তা কর্মকর্তা রিয়া নভোস্তি পত্রিকাকে বলেন, বিস্ফোরণস্থলে বিস্ফোরক সদৃশ্য বস্তুর নমুনার সন্ধান পাওয়া গেছে।

বিস্ফোরণের পর প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিলো, প্রক্রিয়াজাত প্রাকৃতিক গ্যাসচালিত বাসটি যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরিত হয়েছে। তবে ‍রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি এটিকে বোমা বিস্ফোরণ বলে নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৩
আরআই/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।