ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মঙ্গলে খেয়াযান পাঠাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৩
মঙ্গলে খেয়াযান পাঠাচ্ছে ভারত বেঙ্গালরে তৈরি করা হয় মহাকাশ যান ‘মঙ্গলায়া’

ঢাকা: চীনের সঙ্গে পাল্লা দিতে মঙ্গলে মহাকাশ যান পাঠাচ্ছে ভারত। খুব শিগগির ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও) এ যান পাঠাবে বলে আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।



আন্তর্জাতিক ওই সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়েছে, আইএসআরও জনিয়েছে, আন্তঃগ্রহ মিশনের অংশ হিসেবে ভারতের মহাকাশ প্রযুক্তির সক্ষমতা যাচাই করতে ‘মঙ্গলায়া’ পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। মঙ্গলের বায়ুমণ্ডল ও ভূ-পৃষ্ঠের তথ্য সংগ্রহ করবে ওই মহাকাশ যানটি।

এর আগে ২৮ অক্টোবর মঙ্গলের উদ্দেশে ‘মঙ্গলায়া’ পাঠানোর কথা ছিল ভারতের। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।

মিশন সফল হলে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়ার পরেই চতুর্থ মহাকাশ গবেষণা সংস্থা হিসেবে মঙ্গলে মহাকাশ যান পাঠাবে আইএসআরও।

২০১১ সালে যান্ত্রিক ত্রুটির কারণে মঙ্গলে মহাকাশ যান পাঠানো স্থগিত করে চীন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৩
এসএফআই/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।