ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ঘন ধোঁয়াশায় অচল চীনের উত্তরপূর্বাঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, অক্টোবর ২১, ২০১৩
ঘন ধোঁয়াশায় অচল চীনের উত্তরপূর্বাঞ্চল

ঢাকা: সারা দেশজুড়ে ধোঁয়াশা থাকলেও চীনের উত্তরপূর্বাঞ্চল অচল হয়ে পড়েছে। দেশটির বৃহত্তম শহর হারবিনের স্কুল-কলেজ, দোকানপাট, যানবাহন ও বিমানবন্দর সবকিছুই বন্ধ হয়ে আছে।



স্বাভাবিকতার মাত্রাকে ছাড়িয়ে অনেকে বেশি ঘন ধোঁয়াশা দেখা দেওয়ায় হেইলোংজিয়াং, জিলিন ও লিয়াওনিং প্রদেশে জরুরি সতর্কর্তা জারি করা হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

হেইলোংজিয়াংয়ের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১০০ মিটার দূরেও দেখা যাবে না এমন ঘন ধোঁয়াশায় আগামী ২৪ ঘণ্টা আচ্ছন্ন থাকবে ঘণ্টার মধ্যে হেইলোংজিয়াং প্রদেশের হারবিন, ইচুন, দাকিং, সুইহুয়া, জিয়ামুসি ও কিতাইহিতে ।

সিনহুয়া জানিয়েছে, হেইলোংজিয়াংয়ের সব রাজপথ এবং হারবিনের তাইপিং আন্তর্জাতিক বিমানবন্দর এমন আবহাওয়া বন্ধ রয়েছে। সামান্য সংখ্যক সরকারি বাস চলাচল করছে। স্থানীয়রা পায়ে হেঁটে বা সাইকেল যোগে চলাচল করছে। সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে কর্তৃপক্ষ হারবিন কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে।

উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশের হেইলোংজিয়াংয়ের রাজধানী হারবিনে ১ কোটি ১০ লাখ মানুষের বাস।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৩
এসএফআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।