ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিফট বিভ্রাটে পড়লেন মুখ্যমন্ত্রী

আউটপুট এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৩

ঢাকা: লিফট বিভ্রাটের জেরে আটকে পড়া সমস্ত সরকারি কর্মচারীকে দফতরে পাঠিয়ে নিজের ঘরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূজার ছুটির পর প্রথমদিন সোমবার সকালে মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তে অভিভূত সরকারি অফিসার ও কর্মীরা।



পদস্থ প্রশাসনিক কর্তাদের সঙ্গে এদিন প্রায় ৪০ মিনিট নতুন প্রশাসনিক ভবনের একতলায় দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। শেষ কর্মচারী উঠে যাওয়ার পর নিজেই ওই প্রশাসনিক ভবনের সিঁড়ি দিয়ে হেঁটে ওঠেন দোতলায়।

সেখানে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন তিনি। এদিকে, এদিন নবান্নে যাওয়ার আগে বিধানসভায় বসে রাজ্য মানবাধিকার কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে রাজ্যের প্রাক্তন ডিজি নাপরাজিত মুখোপাধ্যায়ের নাম প্রস্তাব করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, এদিন বিধানসভা থেকে সকাল ১১টা ৫০ মিনিটে নবান্নে আসেন মুখ্যমন্ত্রী। দেখেন, পাঁচটির মধ্যে একটি লিফট খারাপ। বাকিগুলির সামনে সরকারি কর্মচারীদের লম্বা লাইন।

চারটির মধ্যে দু`টি লিফট চলছে অত্যন্ত ধীর গতিতে। সরকারি কর্মচারীদের লাইন দেখে প্রথমেই মুখ্যমন্ত্রী ডেকে পাঠান পূর্তসচিবকে। সঙ্গে সঙ্গেই পূর্তমন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার ও পূর্তসচিব ইন্দিবর পাণ্ডে একতলায় চলে আসেন।

মুখ্যসচিব সঞ্জয় মিত্রও চলে আসেন। তাঁদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী একতলায় প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে থাকেন। সাড়ে বারোটা নাগাদ শেষ সরকারি কর্মচারীকে লিফ্টে তুলে দিয়ে মুখ্যমন্ত্রী নিজেই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেন।

দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ দোতলা থেকে লিফ্টে উঠে পৌঁছন নিজের অফিসে। পূর্তমন্ত্রী জানিয়েছেন, ওই দু`টি লিফ্ট মালপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল। তাই ওগুলি ধীরে চলে। লিফ্টগুলির গতি বাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে।

সৌজন্য: সংবাদ প্রতিদিন, কলকাতা
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৩,
এসএস/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।