ঢাকা: পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড প্রাপ্ত ভারতের সাবেক রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবের কেন্দ্রীয় সংসদ (লোকসভা) সদস্য পদ বাতিল করে নোটিশ জারি করেছেন স্পিকার মীরা কুমার। তার সঙ্গে লোকসভার সদস্য পদ হারিয়েছেন একই অপরাধে চার বছরের কারাদণ্ড প্রাপ্ত জনতা দলের (ইউনাইটেড) লোকসভা সদস্য জগদীশ শর্মাও।
গত ৩০ সেপ্টেম্বর এ মামলায় দোষী সাব্যস্ত হন বিহারের ক্ষমতাসীন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু প্রসাদ ও জনতা দলের জগদীশ শর্মাসহ ৪৫ জন। চার দিনের মাথায় গত ৩ অক্টোবর তাদের পৃথক দণ্ড দেন আদালত।
১৯৯৬ সালে বিহার রাজ্যে পশুখাদ্য কেলেঙ্কারির খবর প্রকাশ্যে আসে। তখন লালুপ্রসাদ ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
এই কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর ১৯৯৭ সালে পদত্যাগ করেন তিনি।
গবাদি পশুর কল্পিত ওষুধ ও খাদ্য কেনার ক্ষেত্রে ৩৭ কোটি সরকারি টাকা আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে রাঁচির বীরসা মুন্ডা কারাগারে আছেন লালুপ্রসাদ।
উল্লেখ্য, ভারতীয় আইন অনুসারে দুই বছরের বেশি কারাদণ্ড পেলে লোকসভার সদস্য পদ হারাবেন সংশ্লিষ্ট ব্যক্তি।
সে হিসেবে সোমবার লালু প্রসাদের বিরুদ্ধে এ নোটিশ জারি হলো। আইন অনুযায়ী, আগামী পাঁচ বছরও নির্বাচনে লড়তে পারবেন না লালু প্রসাদ।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৩
এইচএ/বিএসকে