ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাহাড় সফরে মমতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৩
পাহাড় সফরে মমতা

কলকাতা: পাঁচদিনের পাহাড় সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে বিমানযোগে তিনি বাগড়োগড়া পৌঁছাবেন।



মঙ্গলবার সন্ধ্যায় বাগড়োগড়ার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন মমতা। ধারণা করা হচ্ছে, পাহাড়ের উন্নয়ন এবং প্রশাসনিক কাজকর্ম নিয়ে সেখানে আলোচনা হবে।

সফরের দ্বিতীয় দিন বুধবার দার্জিলিংয়ে লেপচাদের একটি সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এই সভায় লেপচাদের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হবে।

তৃতীয় দিন বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের একটি সভায় যোগদান করবেন।

চতুর্থ দিন শুক্রবার গোর্খা টেরিটোরিয়াল অডমিনিস্ট্রেসন-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে করবেন মমতা।

এবং সফরের শেষদিন শনিবার পাহাড়ে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিয়ে ওইদিনই তিনি কলকাতায় ফিরে আসবেন বলে একটি দায়িত্বশীল সূত্র জানায়।

পাহাড়ের রাজনীতিতে ইতোমধ্যেই কিছুটা বদল এসেছে। দিল্লিতে সুপারিশ করেও আলাদা রাজ্যের দাবিতে সমর্থন পায়নি গোর্খা জনমুক্তি মোর্চা।

মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন, রাজ্য ভাগ তিনি মেনে নেবেন না।

অন্যদিকে গোর্খা জনমুক্তি মোর্চার বেশ কিছু সমর্থক এরমধ্যে তৃণমূলে যোগ দিয়েছে বলে তৃণমূল-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

নানা কারণে ভারসাম্যহীন বর্তমান রাজনৈতিক অবস্থায় মুখ্যমন্ত্রীর এই পাহাড় সফর পশ্চিমবঙ্গের রাজনীতিকে নতুন কী মাত্রা দেয়, সেটিই এখন দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১৪০৩  ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৩  
ভিএস/টিকে/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।