ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেট্রোস্টেশনে নোবেল মেমোরিয়াল ওয়াল স্থাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৩
মেট্রোস্টেশনে নোবেল মেমোরিয়াল ওয়াল স্থাপন

কলকাতা: কলকাতা মেট্রো রেলের ব্যস্ততম ষ্টেশন ‘এসপ্ল্যানেড’-এ তৈরি হতে চলেছে ‘নোবেল মেমোরিয়াল ওয়াল’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল লাভের ১০০ বছর পূর্তি উপলক্ষে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।



এদিকে আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে ‘নোবেল মেমোরিয়াল উইক’। এ উপলক্ষে ভারত সরকার ও সুইডেন দূতাবাসের যৌথ উদ্যোগে ২ দিনের একটি অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে কলকাতায়। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

সুইডেন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, এই অনুষ্ঠানে তারা সুইডিশ অ্যাকাডেমি’র কাছে জমা পড়া কবিগুরু’র পাণ্ডুলিপি প্রদর্শন করা হবে।

‘এসপ্ল্যানেড’-এ নির্মিতব্য নোবেল মেমোরিয়াল ওয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি নোবেল পুরস্কারে ভূষিত বিঞ্জানী সি ভি রমন এবং অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও সন্মান জানানো হবে।

নোবেল মেমোরিয়াল ওয়ালে থাকবে এই তিন নোবেল বিজয়ীকে নিয়ে নানা তথ্য, ছবি ও দলিল- দস্তাবেজ।

এছাড়াও, অস্থায়ীভাবে ‘গীতাঞ্জলী’ ও ‘শ্যামবাজার’ মেট্রো স্টেশনে আরও দু’টি নোবেল মেমোরিয়াল ওয়াল তৈরি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

এ উপলক্ষে সুইডেন দূতাবাসের পক্ষ থেকে ড. অলাভি হিমিলা’র লেখা ‘টেগোর ইন সুইডেন-১৯২১ অ্যান্ড ১৯২৬’ শীর্ষক একটি বইও প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়:  ১২৫৫  ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৩  
ভিএস/টিকে/এসএস/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।