ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ত্রিপুরায় ৩ জঙ্গির আত্মসমর্পণ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৫, অক্টোবর ২৩, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যে আরও তিন কট্টরপন্থী জঙ্গি আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণের সময় তারা তাদের সঙ্গে থাকা অস্ত্র জমা দিয়েছে।

বুধবার সকালে তারা রাজ্যের ধলাই জেলার পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করে।

আত্মসমর্পণের সময় তারা একটি এ কে ৫৬ রাইফেল, একটি এসএলআর, ছয়টি ম্যাগজিন এবং ১৬২ রাউন্ড বুলেট জমা দিয়েছে।

আত্মসমর্পণকারীরা হল- কিরন ত্রিপুরা, মঙ্গল ত্রিপুরা এবং রুদ্র মোহন রিয়াং। তারা জঙ্গি সংগঠন এনএলএফটি (বিএম)-এর হয়ে কাজ করতো বলে জানা গেছে।

বাংলাদেশে সময়: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৩
প্রতিনিধি/টিএকে/এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।