ঢাকা: শীতকালীন অলিম্পিক গেমস ২০১৪’র আর্কটিদের বহন করার দায়িত্ব পেয়েছে বিশ্বের সর্ববৃহৎ আণবিক শক্তিচালিত আইসব্রেকার জাহাজ ‘বিজয়ের ৫০ বছর’।
জাহাজটি রাশিয়ার সমুদ্রবন্দর মুরমানস্ক থেকে আর্কটিকদের নিয়ে রাশিয়ার উদ্দেশে রওয়ানা হয়েছে।
এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে অলিম্পিক মশালটি প্রজ্জ্বলন করার পর মশালবাহী জাহাজটি আবার রাশিয়ার সমুদ্রবন্দর মুরমানস্কে ফেরত আসবে।
রাশিয়ার রাষ্ট্রীয় আণবিক শক্তি কর্পোরেশন রসএটম অলিম্পিক মশাল রিলের কারিগরি পার্টনার হিসেবে এটা বাস্তবায়ন করছে দ্য নর্থ পোল।
বাংলাদেশ সময়: ০৩৫৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৩
এসই/এএইচএস/এবি