ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মেক্সিকোর মিষ্টির কারখানায় বিস্ফোরণ, নিখোঁজ ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৭, অক্টোবর ২৫, ২০১৩
মেক্সিকোর মিষ্টির কারখানায় বিস্ফোরণ, নিখোঁজ ২০

ঢাকা: উত্তর মেক্সিকোর একটি মিষ্টির কারখানায় বিস্ফোরণ ঘটেছে। এতে ২০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।



কারখানায় একটি ব্রয়লার বিস্ফোরণ ঘটলে ১০ জন মারাত্মক আহত হয়। এ ছাড়া চারজনের অবস্থা সংকটজনক। ঘটনার সময় ৩০০ শ্রমিক কাজ করছিলেন বলে সে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

সংবাদ মাধ্যম জানায়, উত্তর মেক্সিকোর সিউদাদ জুয়ারেজ শহরের একটি শিল্পপার্কে অবস্থিত ব্লুবেরি কারখানার ছাদ ধসে পড়ে। এতে করে ব্রয়লার বিস্ফোরিত হয়। এর পর থেকে ২০ জন শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না।

এদিকে, ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসে। বর্তমানে সেখানে ৩০টির মতো অ্যাম্বুলেন্স অবস্থান করছে।

জননিরাপত্তা বিভাগ প্রধান ফার্নান্দো মোট্টা অ্যালেন বিবিসিকে জানান, চারজনের অবস্থা সংকটজনক এবং ১০ জন মারাত্মক আহত হয়েছেন।

তিনি জানিয়েছেন, বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা ব্রয়লার থেকে সৃষ্ট আগুন নেভানোর কাজ করছেন।

তবে কখন ঘটনাটি ঘটেছে জানা না গেলেও শুক্রবার ভোররাত পৌনে পাঁচটার দিকে বিবিসি ব্রেকিং নিউজে এ তথ্য জানায়।

বাংলাদেশ সময়: ০৫০৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৩
এবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।