ঢাকা: উত্তর মেক্সিকোর একটি মিষ্টির কারখানায় বিস্ফোরণ ঘটেছে। এতে ২০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
কারখানায় একটি ব্রয়লার বিস্ফোরণ ঘটলে ১০ জন মারাত্মক আহত হয়। এ ছাড়া চারজনের অবস্থা সংকটজনক। ঘটনার সময় ৩০০ শ্রমিক কাজ করছিলেন বলে সে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
সংবাদ মাধ্যম জানায়, উত্তর মেক্সিকোর সিউদাদ জুয়ারেজ শহরের একটি শিল্পপার্কে অবস্থিত ব্লুবেরি কারখানার ছাদ ধসে পড়ে। এতে করে ব্রয়লার বিস্ফোরিত হয়। এর পর থেকে ২০ জন শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না।
এদিকে, ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসে। বর্তমানে সেখানে ৩০টির মতো অ্যাম্বুলেন্স অবস্থান করছে।
জননিরাপত্তা বিভাগ প্রধান ফার্নান্দো মোট্টা অ্যালেন বিবিসিকে জানান, চারজনের অবস্থা সংকটজনক এবং ১০ জন মারাত্মক আহত হয়েছেন।
তিনি জানিয়েছেন, বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা ব্রয়লার থেকে সৃষ্ট আগুন নেভানোর কাজ করছেন।
তবে কখন ঘটনাটি ঘটেছে জানা না গেলেও শুক্রবার ভোররাত পৌনে পাঁচটার দিকে বিবিসি ব্রেকিং নিউজে এ তথ্য জানায়।
বাংলাদেশ সময়: ০৫০৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৩
এবি