ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভ্রমণে নজরদারি জোরদার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৮, অক্টোবর ২৫, ২০১৩
যুক্তরাষ্ট্রে ভ্রমণে নজরদারি জোরদার

ঢাকা: যুক্তরাষ্ট্র পরিবহন নিরাপত্তা সংস্থা (টিসিএ) দেশটিতে ভ্রমণকারী যাত্রীদের উপর আরো বেশি নজরদারি করতে যাচ্ছে এ লক্ষ্যে তারা ব্যক্তির গাড়ির নাম্বার, কর নাম্বার, সম্পত্তির রেকর্ড, শারিরীক বৈশিষ্ট্র, পূর্ব ভ্রমণের অভিজ্ঞতা, কর্মক্ষেত্রের নানা তথ্যে চাইবে টিসিএ।

এর সঙ্গে আরো নানা সরকারি বেসরকারি তথ্যের দরকার হবে।

এসব তথ্যে যুক্তরাষ্ট্র বিমানবন্দরে প্রবেশের অনেক আগে থেকেই পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে।

যদিও সংস্থাটি বলছে, লক্ষ লক্ষ যাত্রীদের বৃহত্তর নিরাপত্তার স্বার্থেই তারা এমন উদ্যোগ নিতে যাচ্ছে কিন্তু এর মাধ্যমে যাত্রীদের অনেক ব্যক্তিগত তথ্যে দেশটির সরকারি কর্তৃপক্ষের হাতে চলে যাবে। আগে যেখানে ব্যক্তির নিরাপত্তা তল্লাশি যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে শুরু হতো এখন এই প্রক্রিয়া ব্যক্তির নিজ দেশ থেকেই শুরু হবে।

ইতোমধ্যেই টিসিএ যেসব পদক্ষেপ গ্রহন করেছে তার একটি ডকুমেন্ট প্রকাশ করেছে। তবে ঠিক কি ধরণের তথ্যের উপর সংস্থাটি জোর দিচ্ছে সে বিষয়ে পরিষ্কারভাবে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।

তবে এমন উদ্যোগ নিয়ে বিভিন্ন প্রাইভেসি গ্রুপের সমালোচনার মুখেও পড়েছে টিসিএ। এর অপব্যবহার হতে পারে বলেও তারা আশংকা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৩
কেএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।