ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

নারী-পুরুষ সমতার তালিকায় শীর্ষে স্ক্যানডেনাভিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৭, অক্টোবর ২৫, ২০১৩
নারী-পুরুষ সমতার তালিকায় শীর্ষে স্ক্যানডেনাভিয়া

ঢাকা: নারী-পুরুষের বৈষম্য কমানোর তালিকায় বরাবরের মতো শীর্ষ অবস্থানটি ধরে রেখেছে স্ক্যানডেনাভীয় দেশগুলো।

বিশ্বের ১৩৬টি দেশ নিয়ে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডব্লিউইএফ) তালিকায় প্রথম চারটি স্থানই ইউরোপের স্ক্যানডেনাভীয় অঞ্চলের দখলে।

তালিকার প্রথমে রয়েছে আইসল্যান্ড, দ্বিতীয় স্থানে ফিনল্যান্ড, তৃতীয় স্থানে নরওয়ে ও চর্তুথ স্থানে সুইডেন।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় গত বছর নারী-পুরুষের বৈষম্যমূলক অবস্থানের কোনো ধরনের হেরফের হয়নি। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ভালো করেছে এশিয়ার ফিলিপাইন ও মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। ফিলিপাইনের অবস্থান ৫, গত বছর দেশটির অবস্থান ছিল ৮। তবে গত বছরের চেয়ে এক ধাপ পিছিয়ে ১০ এ চলে গেছে নিকারাগুয়া।

গত আট বছর ধরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে ডব্লিউইএফ। রাজনৈতিক অংশগ্রহণ, অর্থনৈতিক সমতা, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মতো অধিকারের ওপর ভিত্তি করে এ তালিকা তৈরি করে টানা পঞ্চমবারের মতো নারী-পুরুষ সমতার তালিকায় শীর্ষ অবস্থান ধরে রাখল আইসল্যান্ড।

ডব্লিডইএফের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০১৩ তে সার্বিকভাবে দেখা গেছে, জেন্ডার সমতায় টানা পঞ্চমবারের মতো বিশ্বে আইসল্যান্ড সবচেয়ে উন্নত দেশ।

আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে ও সুইডেনে নারী-পুরুষের বৈষম্য ৮০ শতাংশের বেশি কমেছে। এ হার ১০০ শতাংশে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক অংশগ্রহণে সাফল্য দেখিয়ে এশিয়া অঞ্চলে শীর্ষে রয়েছে ফিলিপাইন।

এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ চীনের অবস্থা খুবই নাজুক। চীনের অবস্থান ৬৯। অন্য দিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের অবস্থান ১০৫ তম। বাংলাদেশের অবস্থান ৭৫ তম। ব্রিকভুক্ত দেশ হিসেবে ভারতের অবস্থান সবার নিচে। দেশটির অবস্থান ১০১।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৩
এসএফআই/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।