ঢাকা: সপ্তাহব্যাপী ভারত সফরের চতুর্থদিনে বাংলাদেশের ১০০ তরুণ শিক্ষার্থী বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
নয়াদিল্লির রাষ্ট্রপতিভবনে বাংলাদেশ প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেন, ভারত এবং বাংলাদেশ অভিন্ন ইতিহাস ও সংস্কৃতি লালন করে।
প্রণব মুখার্জি বলেন, বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক গভীর ও প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনন্দিত। তিনি প্রতিনিধিদলকে বলেন, তরুণরাই আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ। তারাই দেশের কাণ্ডারী। তিনি বলেন, তরুণরাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশে তারা শান্তি না সংঘাত চায়।
রাষ্ট্রপতি প্রতিনিধিদলের এই সফর আয়োজনের ব্যাপারে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ঢাকায় ভারতীয় দূতাবাস এবং বাংলাদেশে সরকারকে ধন্যবাদ জানান।
তিনি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলেন, ভারত বাংলাদেশের পাশে আছে।
এ প্রতিনিধিদলটি গত ২১ অক্টোবর সকালে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। সফর শেষে ২৮ অক্টোবর তাদের দেশে ফেরার কথা।
ভারত সরকারের যুব ও ক্রীড়া বিভাগ এবং ঢাকায় ভারতীয় হাইকমিশন ১০০ শিক্ষার্থীর জন্য এই সফরের আয়োজন করে।
তরুণ শিক্ষার্থীর এ সফর উপলক্ষে গত রোববার বিকেল ৪টায় ঢাকার গুলশান-১ এর ২৪ নং রোডের ৩৫ নং বাড়ির ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এছাড়াও ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও চলচ্চিত্র তারকা জয়া আহসানও বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি(তথ্য ও কালচার) অভিজিৎ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন ফাস্ট সেক্রেটারি (রাজনৈতিক ও তথ্য) সুজিত ঘোষ এবং সেকেন্ড সেক্রেটারি(রাজনৈতিক) সিদ্ধার্থ চট্টোপাধ্যায়।
২০১২ সালে চালু হয়েছে তরুণদেরে এ শিক্ষা সফর। তারই ধারাবাহিকতায় এবারও ১০০ তরুণ এ সৌহার্দ্য সফরে ভারত যায়।
সফরকারীরা ভারতের রাজধানী নয়াদিল্লি ছাড়াও আগ্রা, বেঙ্গালোর, মহীশুর সফর করছেন। দলের অভিভাবক হিসেবে রয়েছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনের ফাস্ট সেক্রেটারি (রাজনৈতিক ও তথ্য) সুজিত ঘোষ।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৩,
আইএইচসি/ এসএস/এমজেডআর