কলকাতা : ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং‘র নিজের কোন মোবাইল বা ই মেল অ্যাকাউন্ট নেই। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ কথা জানানো হয়েছে।
দি গার্ডিয়ান পত্রিকায় শুক্রবার প্রকাশ করা হয় আমেরিকা ৩৫টি দেশের রাষ্ট্র নেতাদের মোবাইল ফোন এবং ই মেল উপর নজরদারি চালাচ্ছে।
এই প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ খবর জানানো হয়।
যদিও তার দপ্তর ফোন এবং ই মেল ব্যাবহার করে। তবে ড. মনমোহন সিং‘র ব্যক্তিগত ভাবে সেগুলি ব্যবহার করেন না বলে জানানো হয়েছে।
এডওয়ার্ড স্নোডেন-এর বক্তব্য সামনে আসার পর থেকেই বিশ্ব জুড়ে এই সম্ভাবনা নিয়ে তোলপাড় চলছে। তবে কোন রকম চিন্তার ব্যাপার নেই বলে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৩
ভিএস/এসএস/এমজেডআর