ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

বো শিলাইর যাবজ্জীবন কারাদণ্ড বহাল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, অক্টোবর ২৫, ২০১৩
বো শিলাইর যাবজ্জীবন কারাদণ্ড বহাল

ঢাকা: চীনের সাবেক শীর্ষ রাজনীতিক বো শিলাইর আপিল প্রত্যাখান করে তার যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রেখেছেন দেশটির এক আদালত।

গত সেপ্টেম্বরে দেশটির ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির চোংগিং প্রদেশের সাবেক প্রধান বো শিলাইকে ঘুষ, আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত।



৬৪ বছর বয়সী বিতর্কিত এই রাজনীতিকের স্ত্রী গু কাইলাই ২০১১ সালে নিল হেইউড নামের একজন ব্রিটিশ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। ওই কেলেঙ্কারির জের ধরে বো শিলাইকে গত বছর দল থেকে বহিষ্কার করা হয়।

এছাড়া তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে বলা হয়েছিলো, শিলাই দুটি সহযোগী ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে সাড়ে তিন মিলিয়ন মার্কিন ডলার ঘুষ নিয়েছিলেন।

শিলাইয়ের বিচার কাজ চলা চীনের শানদং প্রদেশের জিয়ানে অবস্থিত হায়ার পিপলস কোর্ট এ মাসের শুরুতে তার আপিল গ্রহণ করে। আপিল সম্পর্কে আদালতের ওয়েবসাইটে বলা হয়েছে, এ রায় পরিষ্কার, সাক্ষ্য-প্রমাণও নির্ভরযোগ্য ও যথেষ্ট। তার যে দণ্ড দেওয়া হয়েছে তা সঠিক। আদালত আপিল প্রত্যাখ্যান করেছে, আগের রায়ই বহাল রেখেছে। এ রায়ই চূড়ান্ত রায়।

বো তার রায়ের বিরুদ্ধে আপিল করার একটি সুযোগই পেয়েছিলেন। এখন তার কারাদণ্ডই চূড়ান্ত।

একঘণ্টা শুনানি শেষে এ রায় ঘোষণা করেন আদালত। ফুটেজে দেখা গেছে, বো শিলাইর বড় ছেলে লি ওয়াংঝি ও তারা অন্যান্য আত্মীয়স্বজন এ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত আদালতে শুনানি হওয়ায় অল্প কয়েকজনই মনে করেছিলেন আপিলের ভিত্তিতে রায় পুনর্বিবেচনা করা হতে পারে। তবে আদালতের রায় নতুন কোনো বিস্ময়ের জন্ম দেয়নি।

এর আগে সেপ্টেম্বরে বো শিলাইকে ঘুষ নেওয়ার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া অর্থ আত্মসাতের দায়ে ১৫ বছর এবং ক্ষমতার অপব্যবহারের দায়ে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তার ব্যক্তিগত সব সম্পদও বাজেয়াপ্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৩
কেএইচকিউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।