ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

বিচারে উপস্থিত থাকতে হবে উইলিয়াম রুটোকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, অক্টোবর ২৫, ২০১৩
বিচারে উপস্থিত থাকতে হবে উইলিয়াম রুটোকে

ঢাকা: মানবতাবিরোধি অপরাধে অভিযুক্ত কেনিয়ার ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম রুটোকে বিচার কাজ চলাকালে আদালতে উপস্থিত থাকতে হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।  

রুটো বেশিরভাগ সময় কেনিয়ায় থাকবেন এমন এক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রসিকিউটররা আপিল করেন।

  এ অনুযায়ী বিচার কাজ চলার বেশিরভাগ সময়ই তাকে আদালতে উপস্থিত থাকতে হবে। তবে কোনো কোনো ক্ষেত্রে মামলার ওপর ভিত্তি করে তাকে রেহাই দেওয়া যেতে পারে।  

এর আগে রুটোর আইনজীবীরা তার কেনিয়ায় থাকা নিয়ে যুক্তি উত্থাপন করে বলেন যে, ওয়েস্টগেট সেন্টারে ইসলামি জঙ্গি গোষ্ঠির হামলার পর তার এখন দেশে থাকা প্রয়োজন।

গত মাসে দেশটির ওয়েস্টগেট শপিং সেন্টারে সোমালিয়ার জঙ্গি গোষ্ঠি আল-শাবাবের হামলায় কমপক্ষে ৬৭ জন নিহত হন।

রুটোর আইনজীবীরা তার অনুপস্থিতিতে বিচার কাজ চলার আবেদন করেন।  

এদিকে তার বিরুদ্ধে আনা ২০০৭ ও ২০০৮ সালে নির্বাচন পরবর্তী অবস্থায় সহিংসতার দায় অস্বীকার করেছেন রুটো। একটি আনুমানিক হিসাব অনুযায়ী,  তখন জাতিগত সংঘাতে ১২শ’ মানুষ নিহত হয়েছিলেন। আর প্রায় ৬ লাখ মানুষ তাদের বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন।

মানবতাবিরোধী অপরাধে গত মাসে আইসিসিতে রুটোর বিচার শুরু হয়।

কেনিয়ার প্রথম সরকারি কোনো কর্মকর্তা হিসেবে আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন হচ্ছেন রুটো। তিনি পাঁচ বছর আগে নির্বাচন-পরবর্তী ভয়াবহ সহিংসতার মূল পরিকল্পনাকারী হিসেবে এই বিচারের সম্মুখীন হচ্ছেন।
আদালতে তার পাশাপাশি কেনিয়ার বেতার উপস্থাপক জশুয়া আরাপ সাংয়েরও বিচার শুরু হয়েছে। তার বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া ও হত্যাকাণ্ড সংঘটিত করার অভিযোগ আনা হয়েছে।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক চাপের বিপরীতে অবস্থান করছে আইসিসি। আর সে অসম্ভব স্থানে অবস্থান নিয়ে তারা নাইরোবি সরকারকে শান্ত করার চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৩
কেএইচকিউ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।