আগরতলা (ত্রিপুরা): সরকারিভাবে ত্রিপুরা থেকে বর্ষা বিদায় নিয়েছে দু’দিন আগেই। কিন্তু বর্ষার হিসেব মেলাতে গিয়ে মাথায় হাত আবহাওয়া অফিসের আধিকারিকদের।
গত মৌসুমে ত্রিপুরাতে ১২ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছিলো। এই মৌসুমে তা আরও কমে গেছে।
আবহাওয়া অফিসের অধিকর্তা ডি সাহা জানিয়েছেন, এ সপ্তাহেই রাজ্য থেকে বর্ষা বিদায় নিয়েছে। এ বছর সময়ের কিছুটা আগেই রাজ্যে বর্ষা এসে গিয়েছিলো। তাতে আশা করা হয়েছি্লো, এবার হয়তো রাজ্যে প্রয়োজনীয় বৃষ্টি হবে। কিন্তু এবার গতবারের চাইতেও কম বৃষ্টিপাত হয়েছে। কিন্তু বর্ষা ছিলো নির্দিষ্ট সময়ের কিছু বেশি সময় ধরেই।
ডি সাহা জানিয়েছেন, রাজ্যে এ বছর ১ হাজার ৪৬৯ মিলিলিটার বৃষ্টি হওয়ার কথা ছিলো। কিন্তু বৃষ্টি হয়েছে মাত্র ১ হাজার ১১০ মিলিলিটার। প্রয়োজনের তুলনায় প্রায় ২৪ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। গত বছর ১২ শতাংশ বৃষ্টি কম হয়েছিলো।
তিনি জানান, বৃষ্টিপাত কম হওয়ার কারণে এ বছর কৃষিকাজ ব্যাপকভাবে বিঘ্নিত হতে পারে। তাছাড়া রাজ্যের পাহাড়ি এলাকায় পানির সমস্যা দেখা দিতে পারে।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৩
কেএইচকিউ/আরআই/জেসিকে