ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

অবৈধ আশ্রয়প্রার্থী রুখতে মালয়েশিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, অক্টোবর ২৫, ২০১৩
অবৈধ আশ্রয়প্রার্থী রুখতে মালয়েশিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার চুক্তি

ঢাকা: মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া হয়ে অবৈধভাবে জলপথে অস্ট্রেলিয়ায় অভিবাসী প্রবেশ রোধে মালয়েশিয়ার সঙ্গে চুক্তি করেছে অস্ট্রেলিয়া।

শুক্রবার উভয় দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়।

অস্ট্রেলিয়ার দাবি মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া এসে তারপর অস্ট্রেলিয়াগামী নৌকায় চড়ে বসে অবৈধ আশ্রয়প্রার্থীরা।

প্রতি বছর এই বিপুল সংখ্যক আশ্রয়প্রার্থী বর্তমানে ক্যানবেরা সরকারের মাথা ব্যথা।

অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী স্কট মরিসন জানান, জলপথে অবৈধভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশকারীদের অর্ধেকেই আসে মালয়েশিয়া হয়ে।

অবৈধ অভিবাসীদের এই স্রোত রুখতে চলতি সপ্তাহে কুয়ালালামপুর সফরে আসেন অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী আহমেদ জাহিদ হামিদির সঙ্গে বৈঠক শেষে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পর অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী বলেন পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য উভয় দেশের মধ্যে এক গুচ্ছ চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও অধিকতর তথ্য ও গোয়েন্দা তথ্য বিনিময়ের ইঙ্গিত দিয়েছেন তিনি। পাশাপাশি মানব পাচারের বিরুদ্ধে খুব দ্রুত যৌথ অভিযান শুরু হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৩
আরআই/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।