ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় অভিযানে ৭৪ বোকো হারাম সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৩
নাইজেরিয়ায় অভিযানে ৭৪ বোকো হারাম সদস্য নিহত

ঢাকা: নাইজেরিয়ায় সেনা অভিযানে বোকো হারামের ৭৪ সন্দেহভাজন সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরে ওই অভিযানে স্থলের পাশাপাশি বিমানেও ব্যবহার করা হয়।

তবে সেনাবাহিনীর দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।

নাইজেরীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট মোহাম্মদ দোলে বলেছেন, তাদের অভিযানে চিহ্নিত সন্ত্রাসী শিবিরগুলো ধ্বংস হয়ে গেছে।

বৃহস্পতিবার এ অভিযান চালানো হয় বলে ‍জানান তিনি। তার বক্তব্য মতে, অভিযানের সময় দুজন সৈন্য আহত হয়েছে।

ইসলামি রাষ্ট্র গড়ার প্রত্যয়ে লড়াইকারী উগ্রবাদী সংগঠন বোকো হারামের মূল লক্ষ্য হচ্ছে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চল। ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে নাইজেরিয়াকে ইসলামি রাষ্ট্র হিসেবে গড়ার চেষ্টা চালাচ্ছে সংগঠনটি।
নাইজেরিয়ার ওই অঞ্চলে বোকো হারামের তৎপরতা দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি। ওই অঞ্চলে জরুরি অবস্থা জারি রয়েছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট জোনাথন গুডলাক সম্প্রতি দেশের জঙ্গি মূলোৎপাটনে অভিযান জোরদার করার নির্দেশ দেন সেনাবাহিনীকে।

যুক্তরাজ্যভিত্তিক একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, তবে বোকো হারামের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চালানোর দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি। আর এর সত্যতা নিশ্চিত করাও কঠিন কেননা সবশেষ অভিযানের পর বোকো হারামে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে।

নাইজেরিয়ার সেনাবাহিনীর অভিযানের সমালোচনা করে আসছে মানবাধিকার গোষ্ঠীগুলো। চলতি মাসের শুরুতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবরুদ্ধ থাকার কারণে শত শত লোক মারা গেছে। তাদের কেউ মারা গেছে না খেয়ে, আবার অনেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৩
এসএফআই/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।