ঢাকা: জাপানে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের পর মাঝারি মাত্রার সুনামি আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় শনিবার রাত ৩টা ১০ মিনিটে দেশটির পূর্বাঞ্চলে মিয়াগি এলাকার ইশিনোমাকি শহরের ৩২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি। অবশ্য, প্রাথমিকভাবে ভূমিকম্পটি ৭ দশমিক ৫ মাত্রার ছিল বলে জানায় ইউএসজিএস।
শক্তিশালী এ ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বড় ধরনের কোনো সুনামির আশঙ্কা নাকচ করে দিলেও উপকূলীয় অঞ্চল থেকে নাগরিকদের সরে যাওয়ার পরামর্শ দেয় জাপানের জাতীয় আবহাওয়া ও ভূমিকম্প পর্যবেক্ষণ অধিদপ্তর।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ভূমিকম্পের পরপরই ধ্বংসপ্রাপ্ত ফুকুশিমা পরমাণু চুল্লি ও এর আশপাশের এলাকায় ৩২ সেন্টিমিটার (১২ ইঞ্চি) উচ্চতার জলোচ্ছ্বাস (সুনামি) আঘাত হানে।
এ ঘটনায়ও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৩
এইচএ/আরকে