ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় মসজিদে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৩
সিরিয়ায় মসজিদে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৪০

ঢাকা: সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি সুক ওয়াদি বারাদা মসজিদে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে সাত শিশু ও নারীসহ কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন বলে মানবাধিকার সংস্থা জানিয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন।



শুক্রবার জুম্মার নামাজের সময় ঘটা এ বিস্ফোরণে সরকার ও বিরোধী পক্ষ একে অপরকে দায়ী করছে।

বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সুক ওয়াদা বারাদা মসজিদ প্রেসিডেন্ট বাশার-আল আসাদের অনুসারীরা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।

বিস্ফোরণের বিষয়ে সিরিয়া বিষয়ক এক পর্যবেক্ষক জানান, শুক্রবারের ওই বিস্ফোরণে নিহত ৪০ জনের মধ্যে সাতটি শিশু ও নারী রয়েছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।

সাম্প্রতিক সময়ে সিরিয়ায় গাড়ি বোমা হামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া গত দেড় বছরে সিরিয়াজুড়ে সহিংসতায় প্রায় এক লাখ ১৫ হাজার মানুষ নিহত হয়েছেন বলে সংবাদ মাধ্যম জানায়।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৩
জেডএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।