ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ফের বৃষ্টিতে নাকাল কলকাতাবাসী

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩১, অক্টোবর ২৬, ২০১৩

কলকাতা: বঙ্গোপসাগরে ঘনীভূত নিন্মচাপের ফলে শুক্রবার সন্ধ্যা থেকেই টানা বৃষ্টির দাপটে জলমগ্ন মহানগর কলকাতাসহ আশেপাশের জেলাগুলি।

শুক্রবার থেকে অবিরাম বৃষ্টির ফলে শনিবার সকালেও কলকাতার অনেক জায়গাতে জল জমেছে হাঁটুর উপরে।

এর ফলে সকালের ব্যস্ত সময়ে গাড়ির গতি অনেকটাই কমে গেছে।

বৃষ্টি এবং জমা জলের কারণে দেরিতে চলছে ট্রেন। রেল লাইনে জল জমার ফলে যথেষ্ট পরিমাণে ব্যাহত হয়েছে রেল পরিসেবা।

বাড়ি থেকে বেড়িয়ে নাকাল হচ্ছেন অফিস যাত্রীরা। উত্তর  কলকাতার অতি গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে বিধান সরণী, আমহার্মস্ট্রিট, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, মানিকতলা মেন রোড-এর অনেক জায়গায় জল জমেছে।

ব্যাপক বৃষ্টির ফলে দক্ষিণ কলকাতার কসবা, নিউআলিপুর, বেহালার বেশ কিছু অংশ জলের তলায়।

জেলা গুলিতে পরিস্থিতি খারাপ হওয়ার খবর পাওয়া গেছে। অপরদিকে আবারও বেশ কিছুটা জল ছেড়েছে ডি ভি সি। ফলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে মনে করা হচ্ছে।

উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে বন্যার কথা জানিয়েছেন সেখানকার রাজ্য সরকার। উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ থেকে আসা ট্রেন গুলি বেশ কিছুটা দেরিতে চলছে বলে জানা গেছে। কিছু ট্রেন বাতিল হতে পারে।

বাংলাদেশ সময়:  ১৩০০  ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৩  
ভিএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।