ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ইরানের ১৭ সীমান্তরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৩
বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ইরানের ১৭ সীমান্তরক্ষী নিহত

ঢাকা: পাকিস্তান-ইরান সীমান্তে বন্দুকধারীদের সঙ্গে একটি সংঘর্ষে ইরানের ১৭ জন সীমান্তরক্ষী নিহত হয়েছেন। ইরানের সংবাদ সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।

দক্ষিণপূর্ব ইরানের সীমান্তবর্তী শহর সারাভানের বাইরে পাহাড়ি এলাকায় শুক্রবার রাতে এ সংঘর্ষ ঘটে।   সংঘর্ষে পাঁচজন সীমান্তরক্ষী আহত হয়েছেন বলেও জানিয়েছে সংবাদ সংস্থাটি।

সংস্থাটি নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, দুর্বৃত্ত অথবা ইসলামি উগ্রবাদীরা এ সংঘর্ষের জন্য দায়ী।

সংঘর্ষের পেছনে আসলে মাদক পাচারকারীরা নাকি বিরোধী পক্ষের কোনো সশস্ত্র দল দায়ী এটা জানতে তদন্ত করছে ইরানের কর্তৃপক্ষ। কেননা উভয় পক্ষই এর আগে ইরানের সেনাবাহিনীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে।

বালুচিস্তান প্রদেশের কাছে পাকিস্তান-ইরান সীমান্ত এলাকা জাতিগত সংঘাত ও জঙ্গি হামলার কারণে অনেকদিন ধরেই অশান্ত হয়ে আছে।

আফগানিস্তান ও ইউরোপে মাদক পাচারে ইরানকে একটি রুট হিসেবে ব্যবহার করা হয়।   দেশটির সুন্নি অধ্যুষিত অঞ্চলের সাধারণ মানুষ শিয়া সমর্থিত সরকারের বৈষম্যের ব্যাপারে সবসময়ই অভিযোগ করে আসছে। আর বৈষম্যের এ সুযোগ নিয়ে জঙ্গিরা ওই সব অঞ্চল নিয়ন্ত্রণ করে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৩
কেএইচকিউ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।