ঢাকা: যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসএ’র ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। হ্যাক করার কারণে কয়েকঘণ্টা ধরে ওয়েবসাইটটি অচল থাকলেও এ অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ।
ওয়েবসাইট হ্যাক হওয়ার পর এনএসএ’র মুখপাত্র ভ্যানি ভিনেস জানিয়েছিলেন, সাইট বিভ্রাটের তদন্ত করছে কর্তৃপক্ষ। এছাড়া, কেন ওয়েবসাইটটিতে বিভ্রাট দেখা যায় এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।
nsa.gov নামক ওয়েবসাইটি শুক্রবার বিকেল থেকে বেশ কয়েকঘণ্টা ধরে অচল থাকে। এরপর সাইটটি হ্যাক হয়েছে বলে টুইটার ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জল্পনা শুরু হয়।
হ্যাক করার পর অজ্ঞাতনামা হ্যাকার গ্রুপটি বেশ কিছু হাস্যকর মন্তব্য করে বলেও জানা যায়। তবে তারা কী কারণে এই কাজ করেছে তা পরিষ্কার করেনি।
সাইটটি পুনরায় সচল হওয়ার পর হ্যাক হওয়ার অভিযোগ অস্বীকার করে এনএসএ।
মুখপাত্র ভ্যানি ভেনিসই হ্যাক হওয়ার গুজব উড়িয়ে দিয়ে দাবি করেন, ওয়েবসাইটের সংস্করণের সময় আভ্যন্তরীণ সমস্যায় এ বিভ্রাট দেখা দিয়েছিল।
কোনো হ্যাকার গ্রুপের পক্ষ থেকে সাইট অচল করার কথাও অস্বীকার করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৩
এইচএ/জেসিকে