ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইসলামাবাদেই মুম্বাই হামলার প্রমাণ রয়েছে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৪, অক্টোবর ২৬, ২০১৩
ইসলামাবাদেই মুম্বাই হামলার প্রমাণ রয়েছে!

ঢাকা: মুম্বাইয়ে ২৬/১১ সন্ত্রাসী হামলার কোনো তথ্য প্রমাণাদি ভারত দেয়নি, পাকিস্তানের এমন ‍অভিযোগ উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। নয়াদিল্লি বলেছে, হামলার প্রমাণাদি ইসলামাবাদেই রয়েছে।



মুম্বাই হামলার যথেষ্ট প্রমাণ চেয়েছে একটি বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর। এ বিবৃতির উত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার প্রমাণ ইসলামাবাদে রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ আকবারুদ্দিন বলেন, কাপুরুষোচিত মুম্বাই সন্ত্রাসী হামলার পরিকল্পনা, সন্ত্রাসীদের প্রশিক্ষণ ও অর্থ সহায়তাসহ সবকিছু পাকিস্তানে করা হয়েছিল। তাই, হামলার বিষয়ে ৯৯ শতাংশ প্রমাণ পাকিস্তানেই পাওয়া যাবে।

ওয়াশিংটনে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মধ্যে ২০০৮ সালের মুম্বাই হামলার বিষয়ে আলোচনা হয়েছে-এমন খবর প্রকাশ পাওয়ার পরেই পাকিস্তান এমন দাবি করে।

জানা গেছে, পাকিস্তানে হামলা মামলার ধীর গতি নিয়ে ভারতের উদ্বেগকে সমর্থন জানিয়েছেন ওবামা। পাকিস্তান কেন হামলাকারীদের বিচার শুরু করছে না সে সম্পর্কে নওয়াজের কাছে জানতে চান ওবামা।

আকবারুদ্দিন বলেছেন, আমাদের পক্ষ থেকে ২০১৩ সালের সেপ্টেম্বরে সফরত পাকিস্তানি জুডিসিয়াল কমিশনকে পুরোপুরি সহায়তা দেওয়া হয়েছে।   তাদের চাওয়া মতো নয়াদিল্লিতে ১৪ ও ১৫ অক্টোবর তাদের কাছে তথ্য হস্তান্তর করা হয়েছে। এখন মুম্বাই হামলার ন্যায় বিচার নিশ্চিত করার বিষয়টি পাকিস্তানি কর্তৃপক্ষের হাতে।

ভারত দাবি করে, ২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতের চলচ্চিত্র রাজধানী মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পেছনে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জামায়াত-উদ-দওয়া জড়িত। তিনদিন ব্যাপী ওই সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৬৬ জন নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৩
এসএফআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।