ঢাকা: ব্রাজিলের সাও পাওলোতে বিনামূল্যে গণপরিবহনের দাবিতে কয়েকশ’ আন্দোলনকারী একটি বাসস্ট্যান্ডে আগুন ধরিয়ে দিয়ে টিকেট ও টাকার মেশিন ভাঙচুর করে।
বিক্ষোভ ছত্রভঙ্গ করতে দেশটির দাঙ্গা পুলিশ আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে।
পরিবহনে উচ্চভাড়ার ফলে জুন থেকেই সাও পাওলোতে বিক্ষোভ শুরু হয়। পরে তা পুরো ব্রাজিলজুড়েই ছড়িয়ে পড়ে।
দেশটির প্রেসিডেন্ট দিলমা রৌসেফ ওই শহরের গণপরিবহনের উন্নয়নে একটি নতুন পরিকল্পনার ঘোষণা দেওয়ার পরপরই এ সংঘর্ষ হলো।
শহরজুড়ে তিন ঘণ্টার মিছিলের পর শুক্রবারের এ সংঘর্ষ শুরু হয়।
পুলিশ জানিয়েছে, আন্দোলনকারীদের একটি অংশ আলাদা হয়ে গিয়ে ওই বাস টার্মিনালে হামলা করার পরই সংঘর্ষ শুরু হয়। কথিত ব্লাক ব্লক নৈরাজ্যবাদী দলের সদস্য ও মুখোশধারী আন্দোলনকারীরা একটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং টাকা ও টিকেট মেশিন ভাংচুর করে।
স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বিক্ষোভের একপর্যায়ে পুলিশ কর্নেল আন্দোলনকারীকের ছোড়া পাথরে আহত হন পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে।
এরপর পুলিশ তাদের অভিযান শুরু করলে আন্দোলনকারীরা পালিয়ে যায়। পুলিশ পরে শহরের কয়েকটি জায়গায় বেষ্টনী তৈরি করে রাখে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৩
কেএইচকিউ/এসআরএস