ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঘুষ নেওয়ার কথা স্বীকার চীনা সাংবাদিকের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৩
ঘুষ নেওয়ার কথা স্বীকার চীনা সাংবাদিকের

ঢাকা: অর্থের বিনিময়ে মিথ্যা সংবাদ পরিবেশন করার কথা স্বীকার করেছে চীনের এক টিভি সাংবাদিক। দণ্ডপ্রাপ্ত ওই সাংবাদিক সম্প্রতি রাষ্ট্রীয় এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তার অপরাধের কথা স্বীকার করে।



চেন জংজু নামের ওই সাংবাদিক বলেন, দোষ স্বীকার করে আমি প্রায়শ্চিত্ত করতে চাই। আমাকে অর্থ- যশের প্রলোভন দেখানো হয়েছিল। আমাকে ব্যবহার করা হয়েছে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি।

ভুয়া দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করে একটি রাজনৈতিক দলের সুনাম নষ্ট করা হয়েছে এমন অভিযোগ এনে তাকে গ্রেফতার করা হয়। প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন একটি নির্মাণ প্রতিষ্ঠান সঙ্গে দলটি দুর্নীতিতে জড়িত।

দক্ষিণ চীনের উককূলীয় অঞ্চল গুয়াংডু ভিত্তিক নিউ এক্সপ্রেস পত্রিকার সাংবাদিক ছিলেন তিনি। পত্রিকাটি চেনের মুক্তির দাবিতে দুবার প্রথম পৃষ্ঠায় সংবাদ ছাপে।

চীনের সরকার নিয়ন্ত্রিত এক সংবাদ মাধ্যম বলছে, তিনি যে টাকার জন্য ‘ফলস স্টোরি’ (মিথ্যা সংবাদ) লিখেছেন তা স্বীকার করেছেন। এর আগে সাড়া জাগানো এই দুর্নীতির সঙ্গে ‘হাই প্রোফাইল’ অনেক ব্যক্তিই অপরাধ স্বীকার করেছে।

বিবিসি বলছে, সাংবাদিককে এই সংবাদ ছাপাতে বাধ্য করা হয়েছে কিনা সে বিষয়ে কিছুই জানা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, দোষ স্বীকার করে স্বীকারোক্তি চীনে হরহামেশাই হয়ে থাকে।

সংবাদ মাধ্যমে, চেন ঘুষ নেওয়ার কথা স্বীকার করলেও কে তাকে ঘুষ দিয়েছে সে বিষয়ে মুখ খুলেননি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৩
কেএইচ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।