ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৩
নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ৫

ঢাকা: নিউইয়র্কে ছুরিকাঘাতে ৫ জনের মৃত্যু হয়েছে। রোববার সকালে নিউইয়র্কের পুলিশ বিভাগ জানিয়েছে, ব্রুকলিনের আবাসিক ভবনে ছুরিকাঘাতের পর ১ বছর থেকে ২০ বছর বয়সী এই ৫ জনের মৃত্যু হয়।



তবে, তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এছাড়া, নিহত পাঁচজন একই পরিবারের কিনা অথবা তাদের মধ্যে কী সম্পর্ক এ ব্যাপারেও কিছু প্রকাশ করেনি কর্তৃপক্ষ।  

নিউইয়র্কের ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র জিম লং জানিয়েছেন, সূত্রের মাধ্যমে খবর পেয়ে জরুরি উদ্ধারকারী কর্তৃপক্ষ একটি আবাসিক ভবনের একই স্থান থেকে তিন জনকে মৃত ও অপর দুই জনকে আশঙ্কাজনক আহত অবস্থায় উদ্ধার করে। আহত দুইজনকে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

কে বা কারা নিহতদের ছুরিকাঘাত করেছে এ ব্যাপারে বিস্তারিত কোনো বক্তব্য দেয়নি পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা সেটাও জানানো হয়নি কর্তৃপক্ষের পক্ষ থেকে।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৩
এইচএ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।