আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার সীমান্তে কড়া সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন। ত্রিপুরা-বাংলাদেশ লাগোয়া সব সীমান্ত এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।
বাংলাদেশে রোববার থেকে হরতাল ডেকেছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। ঘটছে রাজনৈতিক সংঘর্ষ। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব যাতে ত্রিপুরায় পড়তে না পারে- তার জন্য সচেষ্ট ভারত। তাই সীমান্তে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার রাতে ত্রিপুরার সীমান্ত এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। এতে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে। একসঙ্গে দু’জনের বেশি চলতে পারবে না। সন্ধ্যার পর কেউ ঘর থেকে বের হতে পারবে না। ত্রিপুরা সীমান্তে এমন সতর্কতা নেয়ার ঘটনা খুবই বিরল।
এদিকে বিএসএফের প্রতিও জারি হয়েছে বিভিন্ন নির্দেশ। তাদের পাহাড়া আরও কড়া করতে বলা হয়েছে। তাদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে সীমান্তে যেন কঠোর নজরদারি চালানো হয়।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৩,
এসএস/বিএসকে