ঢাকা: প্রবল বৃষ্টিপাত ও শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ইংল্যান্ড ও ওয়ালেসের লাখো লাখো মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে। রোববার রাতে ও সোমবারে প্রচণ্ড গতি ঝড় আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাজ্যের উত্তর ও পূর্বাঞ্চলে ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
বন্যা, ভবনে ক্ষতি, গাছ উপড়ে পড়া, বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন এবং ভ্রমণ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থল, জল ও আকাশ পথে যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হবে। এরই মধ্যে কয়েকটি ট্রেনের সিডিউলে পরিবর্তন আনা হয়েছে।
যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, ২০ থেকে ৪০ মিলিমিটারে ৬ থেকে ৯ ঘণ্টা বৃষ্টিপাত হতে পারে।
ওয়ালেস ও ইংল্যান্ডে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বন্যার আশঙ্কায় যুক্তরাজ্যে হলুদ সতর্কতা জারি করা হয়। এ সতর্ককর্তার মাধ্যমে ‘সচেতন‘ থাকার আহ্বান জানানো হয়।
সেন্ট জুডের নামানুসারে ওই ঝড়ের নামকরণ করেছেন ব্রিটিশ আবহাওয়াবিদরা। সেন্ট জুডে যিশুর ১২জন দূতের একজন ছিলেন বলে ধারণা খ্রিস্টানদের। ব্রিটিশদের স্মরণাতীতকালের সবচেয়ে ভয়াবহ হবে এ ঘূর্ণিঝড়টি।
১৯৮৭ সালের অক্টোবরে যুক্তরাজ্য ঘণ্টায় ১৮৫ কিলোমিটারের বেশি বেগে ঝড় বয়ে ছিল।
আবহাওয়া বিশেষজ্ঞ মাইকেল ফিস বলেছেন, ২০০৮ সালের মার্চ, ২০০৭ সালের জানুয়ারি ও ২০১০ সালের অক্টোবরে যে ঝড় হয়েছে তার সঙ্গে তুলনা করা যেতে পারে আসন্ন ঝড়টির।
১৯৮৭ সালের ঝড়ের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনাকেও উড়িয়ে দেননি তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৩
এসএফআই/জেসিকে