ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শিকাগো বিমানবন্দরে কুমির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৩
শিকাগো বিমানবন্দরে কুমির

ঢাকা: শিকাগোর ও’হার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলন্ত সিঁড়ির নিচে একটি ক্ষুদ্রাকৃতির কুমির পাওয়া গেছে।

স্থানীয় সময় রোববার শিকাগো পুলিশের মুখপাত্র জোসে এস্ট্রাডা সংবাদ মাধ্যমকে জানান, প্রায় এক ফুট (৩০ সেন্টিমিটার) লম্বা কুমিরটিকে টার্মিনাল-৩ এর চলন্ত সিঁড়ির নিচে দেখতে পান বিমানবন্দরের একজন ব্যবস্থাপনাকর্মী।



এস্ট্রাডা বলেন, আমরা জানি না এটা কোথা থেকে আসলো বা ক’দিন ধরে বিমানবন্দরে বাস করছে!

এসব ঘটনা সচরাচর দেখা যায় না বলেও বিস্ময় প্রকাশ করেন তিনি।

কুমিরটি এখন শিকাগোর সরীসৃপ প্রাণী সংরক্ষণ বিষয়ক সংস্থা সিএইচএস’র তত্ত্বাবধানে রয়েছে।

সংস্থাটির প্রেসিডেন্ট জ্যাসন হুড বলেন, প্রাণীটি খুব দুর্বল হয়ে পড়ছিল। তবে আমরা এখন এটিকে সবল করে তোলার চেষ্টা করছি।

এছাড়া, কুমিরটিকে যথার্থ স্থানে ছেড়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৩
এইচএ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।