কলকাতা: ১০ নভেম্বর উদ্বোধন হতে চলেছে ১৯তম কলকাতা চলচ্চিত্র উৎসব। এবার মাল্টিপ্লেক্সে দেখানো হবে এ উৎসবের বেশ কিছু ছবি।
এই প্রথম কোনো মাল্টিপ্লেক্সে ছবি দেখানোর ব্যবস্থা করছে চলচ্চিত্র উৎসবের কর্তৃপক্ষ। সে কারণেই তারা গাঁটছড়া বেঁধেছে ভারতের বৃহত্তর মাল্টিপ্লেক্স গোষ্ঠী আইনক্সের সঙ্গে।
এদিকে চলচ্চিত্র উৎসব নিয়ে চাঞ্চল্য শুরু হয়েছে গোটা শহরে। শহরজুড়ে এখন হোর্ডিং, পোস্টার। বিশেষভাবে তৈরি এই পোস্টারগুলো মানুষের নজর কাড়ছে।
চলচ্চিত্র উৎসবের সল্টলেক চ্যাপ্টারে এই আধুনিক প্রেক্ষাগৃহে সিনেমা দেখানো হবে। উদ্যোক্তারা জানিয়েছেন, এর ফলে বিদেশি ছবিগুলোর দৃশ্য ও শব্দের মান বজায় থাকবে।
গত ৯ বছর ধরে চলছে কলকাতা চলচ্চিত্র উৎসবের সল্টলেক চ্যাপ্টারের বিশেষ উৎসব। এর আয়োজক বিধাননগর পৌরসভা।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা চলচ্চিত্র উৎসবের সল্টলেক চ্যাপ্টারের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী অলকা ইয়াগ্নিক।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৩
ভিএস/এএ/আরআইএস