ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কেনিয়ার ওয়েস্টগেট হামলায় অভিযুক্ত চার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৩
কেনিয়ার ওয়েস্টগেট হামলায় অভিযুক্ত চার

ঢাকা: কেনিয়ার রাজধানী নাইরোবির ওয়েস্টগেস্ট বিপণিকেন্দ্রে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত থাকার কারণে চারজনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

অবৈধভাবে কেনিয়ায় বসবাস, কেনিয়ার জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাজশ ও ওয়েস্টগেট সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত থাকার জন্য ওই চার বিদেশি নাগরিককে অভিযুক্ত করা হয়।



অভিযুক্তরা কোন দেশের নাগরিক তা না জানালেও ধারণা করা হচ্ছে, তারা সোমালিয়ার বংশোদ্ভুত।
অভিযুক্ত চারজনের নাম মোহাম্মদ আহমেদ আবেদি, লিবান আব্দুল্লাহ, আদনান ইব্রাহিম ও হুসেইন হাসান।
সেপ্টেম্বরে ওয়েস্টগেটে সন্ত্রাসী হামলার সঙ্গে যোগযাজশ থাকার কারণে তাদের বিরুদ্ধে প্রথম অভিযোগ আনা হয়।

তাদের বিরুদ্ধে অভিযোগপত্রে (চার্জশিট) বলা হয়েছে, ওই চার ব্যক্তি ২১ সেপ্টেম্বর ওয়েস্টগেট বিপণিকেন্দ্রে সন্ত্রাসী হামলায় জঙ্গি দলকে সহায়তা করেছিল।

২১ সেপ্টেম্বর নাইরোবির ওয়েস্টগেট বিপণিকেন্দ্রে হামলা চালায় সোমালিয়ার ইসলামি জঙ্গি সংগঠন আল-শাবাব। ওই সন্ত্রাসী হামলায় ৭২ জন নিহত ও অনেকে আহত হয়।

ওই হামলায় যুক্তরাষ্ট্র থেকে তিনজন, সোমালিয়া থেকে দু’জন, কানাডা, ফিনল্যান্ড, কেনিয়া ও যুক্তরাজ্য থেকে একজন করে অংশ নিয়েছিল বলে জানিয়েছিল আল-শাবাব সূত্র।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৩
কেএইচকিউ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।