ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আগরতলায় রোবট প্রদর্শনী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): ভারতের আগরতলার জিরানীয়াতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির (এনআইটি) শিক্ষার্থীরা ছয়টি রোবট তৈরি করেছেন। এ উপলক্ষে ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত ওই শিক্ষা প্রতিষ্ঠানে এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।



প্রদর্শনীতে শিক্ষার্থীরা তাদের গবেষণার বিষয়বস্তু তুলে ধরেন।

প্রদর্শনীতে দেখানো হয় রোবটগুলি পেশাদারি সব ধরনের কাজ দক্ষতার সঙ্গে করতে পারে। আঘাত হানতে পারে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে। সমুদ্রের প্রতিকূল পরিস্থিতিতে উদ্ধার কাজ চালাতে পারে। এ রকম নানা ধরনের কাজ করতে পারে শিক্ষার্থীদের তৈরি করা রোবটগুলো।

এনআইটি’র অধ্যাপক বিদ্যুৎ ভট্টাচার্য জানান, উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে এটাই সবচেয়ে দারুণ রোবটিক এক্সিবিশন। শিক্ষার্থীরা অনেক ভালো কাজ করছে। তবে শিক্ষার্থীদের উন্নয়নে এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সরকারি সাহায্যের প্রয়োজন।

প্রজেক্ট অফিসার অঞ্জন সেনগুপ্ত জানিয়েছেন, রোবটিক সায়েন্স নিয়ে পড়ার ব্যাপারে ছাত্রছাত্রীদের উৎসাহ দিন দিন বাড়ছে।

উল্লেখ্য, ভারতের পূর্বাঞ্চলে যতগুলি ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে শুধু ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে রোবটিক সায়েন্স পড়ানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ৪,২০১৩
এমবি/এমজেএফ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।