ঢাকা: মার্কিন নিরাপত্তা সংস্থার (এনএএ) গোপন তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন জার্মানির রাজনীতিবিদদের উদ্দেশে এক চিঠিতে লিখেছেন, ‘সতি কথা বলা অপরাধ হতে পারে না। ’
এর পরিপ্রেক্ষিতে তিনি তার প্রতি শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে সহানুভূতি দেখাতে বলেন।
এদিকে, স্নোডেনের প্রতি সহানুভূতি দেখানোর বিষয়টি হোয়াইট হাউস ও কংগ্রেসের গোয়েন্দা কমিটি আবারও প্রত্যাখ্যান করেছে।
হোয়াইট হাউসের উপদেষ্টা ড্যান ফেইফার রোববার বিক্ষুব্ধভাব বলেন, ‘এডওয়ার্ড স্নোডেন মার্কিন আইন লঙ্ঘন করেছেন। ’
তিনি বলেন, ‘স্নোডেনকে আগে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে এসে বিচারের মুখোমুখি হতে হবে। তারপরে দেখা যাবে, তার প্রতি সহানুভূতি দেখানো হবে কী, হবে না। ’
এর আগে শুক্রবার স্নোডেন জার্মানির রাজনীতিবিদদের প্রতি এক পৃষ্ঠার একটি চিঠি লেখেন। তাতে তার প্রতি সহানুভূতি দেখানোর জন্য আহ্বান জানান। এতে তিনি লেখেন, ‘সত্যি কথা বলা অপরাধ হতে পারে না!’
কিন্তু এর জবাবে মার্কিন সিনেট ইন্টেলিজেন্স কমিটির প্রধান সিনেটর ডিয়ান ফেইনস্টেন বলেছেন, ‘স্নোডেন যদি সত্যি প্রকাশের বংশীবাদক হয়ে থাকেন, তাহলে তিনি ব্যক্তিগতভাবে তার উদ্বেগ প্রকাশ করতে পারতেন। ’
তিনি বলেন, ‘স্নোডেন তা না করে তিনি আমাদের দেশের প্রতি আনুগত্য দেখাতে ব্যর্থ হয়েছেন। ’
তিনি বলেন, ‘না, স্নোডেনের প্রতি কোনো সহানুভূতি নয়!’
অপরদিকে, দ্য হাউস ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান মাইক রোজার বলেন, ‘স্নোডেনের প্রস্তাবটি ভয়াবহ!’
তিনি বলেন, ‘তিনি (স্নোডেন) যদি মনে করেন, পদ্ধতিতে কোনো ধরনের ত্রুটি রয়েছে, তা হলে তিনি তা প্রকাশ করতে পারতেন। তা না করে তিনি মারাত্মক অপরাধ করেছেন। তার এ ঘটনার কারণে আফগানিস্তানের মতো ঝুঁকিপূর্ণস্থানে যে সব সেনাসদস্য রয়েছেন, তাদের জীবনকে হুমকির মুখে পড়েছে। ’
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৩
এবি/এসআরএস