ঢাকা: আর্জেন্টিনার সামরিক শাসনের সময়কার প্রায় ১৫শ’ গোপন নথিপত্র দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সে আবিষ্কৃত হয়েছে। বিমানবাহিনীর পরিত্যক্ত প্রধান কার্যালয় থেকে নথিপত্রগুলো খুঁজে পাওয়া গেছে।
আর্জেন্টিনার প্রতিরক্ষামন্ত্রী অগাস্টিন রসি জানিয়েছেন, ১৯৭৬ থেকে ১৯৮৩ সালের সামরিক শাসনের সময় জান্তার অনুষ্ঠিত সব বৈঠকের প্রতিলিপি ওই গোপন নথিপত্রের মধ্যে রয়েছে।
ওই সময়ে কোন কোন শিল্পী ও বুদ্ধিজীবী সরকারের কালো তালিকায় ছিলেন তাও ওই নথিপত্রে রয়েছে।
সঙ্গীত শিল্পী মার্সিডিজ সোসা, লেখক জুলিও কর্তাসার, ট্যাঙ্গো সুরকার অসভালদো পুইয়েজে ও অভিনয় শিল্পী নর্মা আলেয়ান্দ্রো সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য নিষিদ্ধ হয়েছিলেন। অনেকের ওপর আরোপ করা হয়েছিল বিভিন্ন বিধিনিষেধ।
রসি বলেন, সরকারের প্রতি হুমকি অনুযায়ী শিল্পী ও বুদ্ধিজীবীদের এফ ওয়ান থেকে এফ ফাইভ পর্যন্ত স্তরবিন্যাস করা হয়েছিল।
এই প্রথমবারের মতো আমরা সামরিক শাসনের পুরো সময়ের নথিপত্র পেলাম। সেখানে সবকিছুই বিষয় অনুযায়ী ধারাবাহিকভাবে সাজানো রয়েছে।
সরকার জানিয়েছে, শিগগিরই এ পথিপত্র প্রকাশিত হবে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ওই নথিপত্রে সামরিক সরকার কর্তৃক বিরোধী পক্ষের কারও নিহত বা নিখোঁজ হওয়ার কোনো তথ্য পাওয়া যাবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
১৯৭৬ সালের ২৪ মার্চ সেনা অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট ইসাবেল পেরনকে ক্ষমতাচ্যুত করে সরকারের দায়িত্ব নেয় সামরিক জান্তা।
জেবারেল জর্জ রাফায়েল ভিদেলা সামরিক জান্তার প্রেসিডেন্ট হন। পরে ১৯৮১ সালে তিনি জেনারেল রবার্তো ভিয়োলাকে ক্ষমতা হস্তান্তর করেন।
৮৭ বছর বয়সে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত অবস্থায় জেনারেল ভিদেলার মৃত্যু হয়।
মানবধিকার সংগঠনগুলোর প্রদত্ত হিসেব অনুযায়ী সামরিক শাসনের সাত বছরে আর্জেন্টিনায় ৩০ হাজার মানুষ নিহত হন।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৩
কেএইচকিউ/বিএসকে