ঢাকা: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো সরকার এম ২৩ বিদ্রোহীদের সঙ্গে তাদের চলমান লড়াইয়ে চূড়ান্ত বিজয়লাভের দাবি করেছে।
এক সরকারি মুখপাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, সর্বশেষ বিদ্রোহী যোদ্ধাও হয় সীমান্ত অতিক্রম করে পালিয়েছে নয়তো আত্মসমর্পণ করেছে।
তবে এম ২৩ বিদ্রোহীদের পক্ষে সরকারের এ দাবির ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। এর আগে বিদ্রোহীদের সন্ধির আহবান প্রত্যাখ্যান করে কঙ্গো সরকার।
২০১২ সালে এ লড়াই শুরু হওয়ার পর কঙ্গোর পূর্বাঞ্চল থেকে কমপক্ষে ৮ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়।
মঙ্গলবার সরকারি মুখপাত্র ল্যাম্বার্ট মেনডে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, কঙ্গোর বিশেষ বাহিনীর অভিযানে চূড়ান্তভাবে পরাজিত হয় বিদ্রোহীরা।
ওই এলাকায় মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ট্যাংক ও হেলিকপ্টার কঙ্গো সেনাবাহিনীর এ অভিযানে সহায়তা দিয়েছে বলেও জানান তিনি।
মেনডে আরও জানান, বিদ্রোহীদের নেতা সুলতানি ম্যাকেংগাসহ অন্যান্য বিদ্রোহীরা সীমান্ত অতিক্রম করে রুয়ান্ডা অথবা উগান্ডায় পালিয়ে গেছে।
সম্প্রতি কঙ্গো উগান্ডা সীমান্তে অবস্থিত বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বুনাগানা এলাকা দখল করে নেয় সরকারি সেনারা। প্রায় দুই বছর ধরে চলা এ সংঘাতে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য সাফল্য লাভ করে তারা।
অব্যাহত সেনা অভিযানে চাপের মুখে থাকা বিদ্রোহীদের নেতা বারট্রান্ড বিসিমাও যুদ্ধবিরতির আহবান জানিয়ে রাজনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখার আহবান জানিয়েছিলেন। তবে কঙ্গোর সরকার তার এ আহবান প্রত্যাখ্যান করে।
এছাড়া অন্যান্য আফ্রিকার দেশগুলোর নেতারাও এম ২৩ এর ওপর চাপ সৃষ্টি করে বলেছে, বিদ্রোহীদের অবশ্যই আনুষ্ঠানিকভাবে সংঘাত বন্ধের ঘোষণা দিতে হবে।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৩
আরআই/এসআরএস