ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্ব সংবাদ মাধ্যমে বিডিআর বিদ্রোহের রায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৩
বিশ্ব সংবাদ মাধ্যমে বিডিআর বিদ্রোহের রায়

ঢাকা: পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহের মামলার রায় ঘোষিত হওয়ার পর তা গুরুত্বসহকারে প্রচার করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

মঙ্গলবার দুপুরে বিডিআর বিদ্রোহের ঘটনায় দোষী সাব্যস্ত করে ১৫২ জনের ফাঁসি, ৪২৩ জনের কারাদণ্ড এবং নির্দোষ সাব্যস্ত করে ২৭১ জনকে খালাস দেওয়ার খবরটি তাৎক্ষণিকভাবে ব্রেকিং নিউজ হিসেবে প্রচার করে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি, কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন।



প্রায় সমান গুরুত্ব দিয়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে ফরাসি সংবাদ মাধ্যম এএফপি, যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এপি, নিউইয়র্ক টাইমস, ইয়াহু নিউজ, হাফিংটন পোস্ট, ভয়েস অব আমেরিকা, যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান, রয়টার্স, ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টাইমস, হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই), মিশরভিত্তিক আহরাম অনলাইন, অস্ট্রেলিয়াভিত্তিক এবিসি নিউজ, সিঙ্গাপুরভিত্তিক সংবাদ মাধ্যম চ্যানেল নিউজ এশিয়াসহ বিশ্বের প্রখ্যাত সংবাদ মাধ্যমগুলো।

তাৎক্ষণিকভাবে ব্রেকিং নিউজ হিসেবে প্রচারের পর অনলাইন সংস্করণের দ্বিতীয় শীর্ষ সংবাদ হিসেবে বিডিআর বিদ্রোহের মামলার রায়ের খবর প্রকাশ করে বিবিসি।

‘বাংলাদেশে বিদ্রোহীদের মৃত্যুদণ্ড’ শীর্ষক শিরোনামে বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, ২০০৯ ‍সালে রক্তাক্ত বিডিআর বিদ্রোহের ঘটনায় দোষী সাব্যস্ত করে অন্তত ১৫০ জন জওয়ানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বিবিসির প্রতিবেদনে অন্য দোষীদের কারাদণ্ড ও নির্দোষদের খালাস দেওয়ার কথাও উল্লেখ করা হয়।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাও রায়ের খবরকে ব্রেকিং নিউজ হিসেবে প্রচার করে।

এরপর সংবাদ মাধ্যমটির অনলাইন সংস্করণের একেবারে দ্বিতীয় শীর্ষ সংবাদ হিসেবে প্রচারিত ‘বাংলাদেশে বিদ্রোহের ঘটনায় কয়েকশ’ জনের দণ্ড’ শিরোনামের প্রতিবেদনটিতে বলা হয়, ২০০৯ সালে বিদ্রোহের মাধ্যমে কয়েকডজন সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় কয়েকশ’ জওয়ানকে দোষী সাব্যস্ত করেছেন আদালত।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এ মামলায় ১৫২ জনের মৃত্যুদণ্ড ও ১৫৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিশেষ আদালতের বিচারপতি মো. আখতারুজ্জামান।

মামলার রায়ে কমপক্ষে ২০০ ব্যক্তিকে খালাস দেওয়া হয়েছে বলেও উল্লেখ করে আল জাজিরা।

‘২০০৯ সালে বিদ্রোহের ঘটনায় বাংলাদেশের আদালতে ১৫২ জওয়ানের মৃত্যুদণ্ড’ শিরোনামে ফরাসি সংবাদ মাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে বিদ্রোহ ঘটিয়ে বেশ কিছু সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত করে ১৫২ জন জওয়ানকে মৃত্যুদণ্ড দিয়েছেন বাংলাদেশের বিশেষ ‍আদালত।

৫৭ জন সেনাকর্মকর্তাসহ ৭৪ জন ব্যক্তিকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত করে এ রায় দেওয়া হয়েছে বলে উল্লেখ করে এএফপি।

এএফপির বরাত দিয়ে অনলাইন সংস্করণের দ্বিতীয় শীর্ষ সংবাদ হিসেবে এ রায়ের খবর প্রচার করে ভারতীয় প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

‘বাংলাদেশে ২০০৯ সালে বিদ্রোহের জন্য ১৫২ জনের মৃত্যুদণ্ড’ শিরোনামে মার্কিন সংবাদ মাধ্যম এপির প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে বিদ্রোহ ঘটিয়ে ৫৭ জন সেনাকর্মকর্তাসহ ৭৪ জন ব্যক্তিকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত করে ১৫২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

এপির বরাত দিয়ে সংবাদটি গুরুত্বসহকারে প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি অনলাইন।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডনও বিডিআর বিদ্রোহের রায়ের খবরটি গুরুত্বসহকারে প্রকাশ করেছে।

‘বাংলাদেশে ২০০৯ সালে বিদ্রোহের ঘটনায় ১৫২ জনের মৃত্যুদণ্ড’ শিরোনামে ডন অনলাইনের একেবারে শীর্ষ সংবাদ হিসেবে প্রচারিত প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় দোষী সাব্যস্ত করে বিডিআরের সাবেক উপ-সহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল ইসলামসহ ১৫২ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপি দলীয় সাবেক সাংসদ নাসির উদ্দীন আহমেদ পিন্টু ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা তোরাব আলীসহ ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া, যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস, ইয়াহু নিউজ, হাফিংটন পোস্ট, ভয়েস অব আমেরিকা, যুক্তরাজ্যভিত্তিক দ্য গার্ডিয়ান, রয়টার্স, ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টাইমস, হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই), মিশরভিত্তিক আহরাম অনলাইন, সিঙ্গাপুরভিত্তিক সংবাদ মাধ্যম চ্যানেল নিউজ এশিয়াসহ বিশ্বের প্রখ্যাত সংবাদ মাধ্যমগুলো বিডিআর বিদ্রোহের রায়ের খবর গুরুত্বর দিয়ে প্রকাশ করে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৩
এইচএ/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।