ঢাকা: চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির একটি প্রাদেশিক অফিসের কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। এঘটনায় একজন নিহত ও দু’টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের বিষয়ে স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়, চীনের উত্তরাঞ্চলীয় সানজি প্রদেশের তাইয়ুন এলাকায় ক্ষমতাসীনদের কার্যালয়ের সামনে এ বিস্ফোরণ ঘটে। তবে কো বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
ঘটনায় একজন নিহত ও দু’টি গাড়ি ক্ষয়ক্ষতির বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে। বিস্ফোরণের পর ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিস্ফোরণের পরপরই প্রাদেশিক কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্ফোরণের বিষয়ে তদন্ত করছেন।
এর আগে গত সপ্তাহে বেইজিংয়ের কেন্দ্রস্থল তিয়ানানমেন স্কয়ারে পর্যটকদের ভিড়ে একটি গাড়ি বিস্ফোরণে দুই পর্যটক নিহত হন। আহত হন আরও অনেকে। ঘটনাটিকে কর্তৃপক্ষ সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করে।
বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৩
জেডএস/আরকে