ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আসছে টয়োটার ফুয়েল-সেল গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৩
আসছে টয়োটার ফুয়েল-সেল গাড়ি

ঢাকা: নতুন প্রযুক্তির হাইড্রোজেন চালিত ফুয়েল-সেল (রাসায়নিক বিক্রিয়ায় জ্বালানি থেকে শক্তি উ‍ৎপাদনকারী যন্ত্র ফুয়েল সেল নামে পরিচিত) গাড়ি তৈরীর কথা জানিয়েছে জাপান ভিত্তিক বিশ্বের বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা।

মঙ্গলবার প্রতিষ্ঠানটি থেকে এ তথ্য জানানো হয়।

২০১৫ সাল থেকে বাণিজ্যিকভাবে তারা এ গাড়ি বাজারজাত করবে।

নভেম্বরের ২৩ তারিখ থেকে শুরু হতে যাওয়া ৪৩তম টোকিও মোটর শো-২০১৩ এ তারা এ মডেলের গাড়ি প্রর্দশন করবে। মোটর শোটি চলবে ১ ডিসেম্বর পর্যন্ত।

টয়োটা জানায়, চার আসন বিশিষ্ট সেডান মডেলের গাড়িটি ৫০০ কিলোমিটার  ভ্রমণের পর নতুন এ প্রযুক্তির মাধ্যমে মাত্র তিন মিনিটে রিচার্জ করা যাবে। এজন্য গাড়ির মধ্যে হাইড্রোজেন গ্যাস ট্যাঙ্ক থাকবে।

২০১৫ সালের মাঝামাঝি তারা বাণিজ্যিকভাবে এ প্রযুক্তির গাড়ি বাজারে আনার জন্য কাজ করে যাচ্ছে।

এ সময়ের মধ্যে জাপান, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে শতাধিক হাইড্রোজেন ফিলিং স্টেশন স্থাপিত হবে বলে টয়োটা আশা প্রকাশ করেছে।

ফুয়েল-সেল গাড়িকে গ্রিন ভেহিক্যালের সর্বশেষ সংস্করণ বলে ধারণা করা হয়। কারণ এ ধরনের গাড়ি থেকে কোনো কিছু‌ই নির্গত হয়না। আর বিশ্বব্যাপী জ্বলানি সাশ্রয় গাড়ির চাহিদা দিনদিন বাড়ছে।

টয়োটার সঙ্গে এ প্রযুক্তিতে কাজ করছে বিএমডব্লিউ। এছাড়া বিশ্বের অন্যান্য গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানও এ বিষয়ে কাজ করছে। হোন্ডার সঙ্গে যৌথভাবে কাজ করছে জেনারেল মটরস এবং নিসানের সঙ্গে কাজ করছে ফোর্ড ও দাইমলার।

যদিও বাণিজ্যিকভাবে হোন্ডার ‘এফসিএক্স’ নামে একটি ফুয়েল-সেল গাড়ি রয়েছে। তবে তা শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে বাজারজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৩
জেডএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।