কলকাতা: কলকাতার বাজারে আলুর ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন বাজারে দেখা নেই জ্যোতি আলুর।
চন্দ্রমুখী আলু কোথাও কোথাও পাওয়া গেলেও তার দাম প্রতি কেজি ৪০ রুপি ছুঁয়েছে।
গত কয়েকদিন বিভিন্ন বাজারে রাজ্য সরকারের তরফে আলু বিক্রি হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম।
রাজ্য সরকার প্রতি কেজি জ্যোতি আলুর দাম ঠিক করে দিয়েছেন ১৩ রুপিতে। এর থেকে বেশি দামে বিক্রি করা যাবে না।
খুচরা বিক্রেতারা সঙ্গে কথা বলে জানা গেছে আলু চড়া দামে কিনে সেটা সরকার নিয়ন্ত্রিত দামে বিক্রি করে তারা মুনাফা করতে পারছেন না। ফলে আলু বিক্রি থেকে বিরত রয়েছেন।
বাজারে পেঁয়াজের আগুন ছোঁয়া দাম, তার মধ্যে আলুর এই ব্যাপক ঘাটতি কলকাতার মানুষদের ভীষণ বিড়ম্বনার মধ্যে ফেলেছে।
খুচরা বাজারের বিক্রেতাদের মতোই পাইকারি বাজারের আলু বিক্রেতারাও জানাতে পারলেন না কবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
অতিবৃষ্টি,বন্যা ইত্যাদি কারণে সমস্ত সবজির দাম বেড়েছে কয়েক গুণ। সব মিলিয়ে হেঁসেলে কলকাতার বাঙালির অবস্থা এখন নাভিশ্বাস।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ০৬,২০১৩
ভাস্কর সরদার/আরআইক/বিএসকে