ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৩
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির রেকর্ড

ঢাকা: বায়ুমন্ডলে গ্রিনহাইজ গ্যাস কার্বন ডাই-অক্সাইড ২০১২ সালে রেকর্ড পরিমানে বৃদ্ধি পেয়েছে। বুধবার প্রকাশিত বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।



জেনেভা ভিত্তিক জাতিসংঘের এই সংস্থাটি জানায়, গত দশকের যেকোন বছরের তুলনায় পৃথিবীর জন্য ক্ষতিকারক এই কার্বন ডাই অক্সাইড গ্যাস বেড়েছে।

শুধু কার্বন ডাই অক্সাইড নয়, মিথেন ও নাইট্রাস অক্সাইড গ্যাসও যে হারে বৃদ্ধি পেয়েছে তা অতীতের যেকোন রেকর্ডকে ছাড়িয়ে গেছে।  

সংস্থাটি জানায়, বায়ুমন্ডলে ২০১২ সালে কার্বন ডাই অক্সাইড গ্যাসের উপস্থিতি প্রতীকী মাত্রা ৩৯৩.১ পিপিএম (পার্টস পার মিলিয়ন) ছাড়িয়ে গেছে।   ২০১১ সালের তুলনায় ২.২ পিপিএম বৃদ্ধি পেয়েছে।

সংস্থাটি আরো জানায়, মানুষের অনিয়ন্ত্রিত কার্যকলাপ এবং তেল শোধনাগারের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধির কারণেই বায়ুমন্ডলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

সেই ১৭৫০ সালে শিল্পায়ন শুরু থেকে বায়ুমন্ডলে গড় কার্বন ডাই অক্সাইড ক্রমাগত বেড়েই চলছে।

গ্রীনহাউজ প্রতিক্রিয়া হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ভূ্‌-পৃষ্ঠ হতে বিকীর্ণ তাপ বায়ুমণ্ডলীয় গ্রীনহাউজ গ্যাসসমূহ দ্বারা শোষিত হয়ে পুনরায় ফিরে আসে। এই বিকীর্ণ তাপ ভূ্‌-পৃষ্ঠে ও বায়ুমন্ডলের নিম্নস্তরে ফিরে এসে ভূ্‌-পৃষ্ঠের তথা বায়ুমন্ডলের গড় তাপমাত্রাকে বাড়িয়ে দেয়।
 
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৩
কেএইচ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।