ঢাকা: সিরিয়ার রাজধানী দামেস্কে শক্তিশালী মর্টার শেল বিস্ফোরণে আটজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অর্ধশতাধিক।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, কেন্দ্রীয় রেলওয়ে অফিসের হিজাজ স্কোয়ার এর সামনে এই বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি আরো জানায়, ‘সন্ত্রাসী’ এই কাজ করে থাকতে পারে তবে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
বিদ্রোহীরা দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে প্রায়ই বোমা বা মর্টার হামলা করে থাকে।
যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান মানবাধিকার সংস্থা জানায়, দামেস্কের হিজাজ এলাকায় মর্টার শেল বিস্ফোরণে এই ঘটানো ঘটে। আহতদের মধ্যে চার শিশুও রয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়ায় ইস্যুতে শান্তি সম্মেলনের দিন নির্ধারণে ব্যর্থ হওয়ার একদিন পর এই হামলা চালানো হলো।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘন্টা, নভেম্বর ০৬, ২০১৩
কেএইচ/এসআরএস