আগরতলা (ত্রিপুরা): সময়ের কিছুটা আগেই এবার শীত পড়ছে ত্রিপুরায়। তাছাড়া এবার শীত কিছুটা বেশি পড়বার ইঙ্গিত দিয়েছেন রাজ্যের আবহাওয়াবিদরা।
এমনিতেই এবার ত্রিপুরায় বর্ষা মৌসুমে বৃষ্টি হয়েছে কম। তার ওপর শীত এগিয়ে আসছে রাজ্যে।
রাজ্য আবহাওয়া অফিসের পরিচালক ডি সাহা জানিয়েছেন, সাধারণত রাজ্যে ২০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামে নভেম্বরের ১৫ তারিখের পর। গত বছরও একই ঘটনা ঘটেছিল। কিন্তু এবার নভেম্বরের প্রথম সপ্তাহেই তাপমাত্রা নেমে গেছে ২০ ডিগ্রির নিচে।
ডি সাহা জানিয়েছেন, গত বছর ত্রিপুরার তাপমাত্রা ৪০ বছরের মধ্যে রেকর্ড করেছিল। সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল ৩ ডিগ্রিতে। এবার দ্রুত ঠাণ্ডা পড়ায় আবহাওয়াবিদরা শঙ্কিত যে, হয়তো গতবারের চেয়েও কমবে এবারের তাপমাত্রা।
এদিকে চলতি মৌসুমে ত্রিপুরায় প্রায় ২৪ শতাংশ বৃষ্টি কম হয়েছে। গত মৌসুমে কম হয়েছিল ১২ শতাংশ বৃষ্টি। এই মৌসুমে কমে গেছে আরও। রাজ্যে এ বছর বৃষ্টি হবার কথা ছিল ১৪৬৯ মিলি। কিন্তু বৃষ্টি হয়েছে মাত্র ১১১০ মিলি। প্রয়োজনের তুলনায় কম হয়েছে ৩৫৪ মিলি বৃষ্টিপাত। যা প্রয়োজনের তুলনায় প্রায় ২৪ শতাংশই কম।
কম বৃষ্টি হওয়া এবং দ্রুত ঠাণ্ডা পড়ার ফলে কৃষি মার খাবে বলে মনে করছেন আবহাওয়াবিদ থেকে শুরু করে কৃষিবিদরা।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৩
তন্ময়/এএসআর/এমজেডআর