ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বে বিলিয়নিয়ার ২১৭০, দ্রুত বাড়ছে এশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৩
বিশ্বে বিলিয়নিয়ার ২১৭০, দ্রুত বাড়ছে এশিয়ায়

ঢাকা: সার্বিক অর্থনীতির অবস্থা যাই হোক বিশ্বে বিলিয়নিয়ার এর সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। সর্বশেষ হিসেব অনুযায়ী বিশ্বে মোট বিলিয়নিয়ার এর সংখ্যা দুই হাজর ১৭০।

আর এই বাড়ার গতি সবচেয়ে বেশি এশিয়ায়। ২০১৩ সালে এশিয়া অঞ্চলে ১৮ জন নতুন বিলিয়নিয়ার যোগ হয়েছে।

ওয়েলথ-এক্স এবং ইউবিএস বিলিয়নিয়ার -২০১৩ জরিপে এই তথ্য পাওয়া গেছে। জরিপে এশিয়ায় সবচেয়ে বেশি (২০১২ সালের তুলনায় ৩.৭ ভাগ) বিলিয়নিয়ার বৃদ্বি পেয়েছে। আর গত বছরের তুলনায় মোট সম্পত্তি বেড়েছে ১৩ ভাগ।

তবে এখনও বিলিয়নিয়ারের সংখ্যার দিকে থেকে ইউরোপ আমেরিকাকে পেছনে ফেলতে পারেনি এশিয়া। ইউরোপে সবচেয়ে বেশি ৭৬৬ জন বিলিয়নিয়ার রয়েছে। উত্তর আমেরিকায় বিলিয়নিয়ারদের সবচেয়ে বেশি সম্পদ রয়েছে (দুই হাজার ১৫৮ বিলিয়ন)।

জরিপের তথ্য মতে, ৬০ ভাগ বিলিয়নিয়ার এর সম্পত্তি উপার্জিত এবং ৪০ ভাগ পারিবারিক সূত্রে প্রাপ্ত। আর ১৭ ভাগ নারী বিলিয়নিয়ার হয়েছেন নিজের কর্মে আর ৭১ ভাগ উত্তরাধিকারসূত্রে।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৩
কেএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।