ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে উন্মুক্ত গুলিবর্ষণে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৩
যুক্তরাষ্ট্রে উন্মুক্ত গুলিবর্ষণে নিহত ২

ঢাকা: যুক্তরাষ্ট্রের মিশিগানের জনবহুল ডেট্রয়েট শহরে এক ব্যস্ত রাস্তার পাশে সেলুনের সামনে বন্দুকধারীর উন্মুক্ত গুলিবর্ষণে কমপক্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হন।



স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময়: বৃহস্পতিবার ভোর সোয়া পাঁচটা) এ ঘটনা ঘটে বলে জানান পুলিশের মুখপাত্র কেলি মিনার।

সংবাদ সংস্থা রয়র্টাসের প্রতিবেদন অনুযায়ী শহরের পুলিশ প্রধান জেমস ক্রেইগ সাংবাদিকদের বলেন, যে সেলুনের সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটে, জুয়ার জন্য শহরজুড়েই সে সেলুনের খ্যাতি রয়েছে। তবে জুয়াসংক্রান্ত কোনো কারণে এ ঘটনা ঘটেছে কিনা প্রাথমিক তদন্তে তা এখনও বলা যাচ্ছে না।

ক্রেইগ আরও বলেন, সন্দেহ করা হচ্ছে ঘটনার পরপরই দুর্বৃত্তরা দু’টি গাড়িতে করে পালিয়ে যায়।

পুলিশ প্রথমে জানিয়েছিল, গুলিবর্ষণে তিনজন নিহত হয়েছেন। পরে তারা দু’জন নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী জন জাকার (২৬) সাংবাদিকদের বলেন, আমি রিভিয়েরা পার্টি শপে কাজ করছিলাম। তখন আমি ২০টি গুলির শব্দ পাই।   এর পরপরই তিনজন আহত ব্যক্তি আমার দোকানে এসে লুকোয়।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৩
কেএইচকিউ/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।